প্রকাশিত: Tue, Dec 19, 2023 9:40 PM
আপডেট: Sun, Dec 7, 2025 12:58 AM

[১]ভারতে লোকসভা থেকে আরও ৪৯ এমপি সাসপেন্ড

ইকবাল খান: [২] ভারতের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে  লোকসভায় বিরোধী এমপিরা সোচ্চার হওয়ায় মঙ্গলবারও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ, কংগ্রেস নেতা মশী থারুরসহ আরও ৪৯ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। আনন্দবাজার জানায় এ নিয়ে রাজ্য ও লোকসভার ১৪২ জন এমপিকে সাসপেন্ড করা হল। 

[৩] আনন্দবাজার জানায়, সোমবার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অধীরসহ লোকসভার ৩৩ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ৩৩ জনের মধ্যে ৩০ জনই আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না। আর অন্য তিনজন সংশ্লিষ্ট কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন।

[৪] এনডিটিভি জানায়, নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় রাজ্যসভায় ৩৫ জন এমপি শীতকালীন অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন আর অন্য ১১ জন সংশ্লিষ্ট কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন।

[৫] গত সপ্তাহে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নিয়ে বিবৃতি চাওয়ায় সাসপেন্ড হন ১৪ এমপি।

[৬] সাময়িক বহিস্কৃত এমপিরা মঙ্গলবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন।